গণভোটে শ্রমিকদের সমর্থনে ‘হ্যাঁ’ জয়ী হবে: এস এম লুৎফর রহমান

নিউজগার্ডেন ডেস্ক: আসন্ন গণভোটে শ্রমিক জনগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

শুক্রবার সকালে চট্টগ্রামের জামালখানে সংগঠনের নগর কার্যালয়ে অনুষ্ঠিত সদস্য সম্মেলনে সভাপতির উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো বক্তব্য রাখেন মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ ও সাধারন সম্পাদক আবু তালেব চৌধুরী।

এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিকরা তাদের মৌলিক অধিকার, মর্যাদা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রশ্নে আর দ্বিধায় নেই। তিনি জানান, গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হলে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই ‘হ্যাঁ’ পক্ষের জয় নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে গণভোট শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সুযোগ। এই গণভোট শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শ্রমিক নেতা এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিক জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড়ো সামাজিক শক্তি। এই শক্তির সম্মিলিত প্রকাশ ঘটলে গণভোটে তার প্রতিফলন ঘটবে।

সম্মেলনে নগর ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলামের সঞ্চালনায়ে আরো উপস্থিত ছিলেন নগর কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।

আজকের সদস্য সম্মেলনে বন্দর থানা, ইসলামী শ্রমিক সংঘ, ইপিজেড, কোতোয়ালী, হোটেল, বায়েজিদ, হাসপাতাল, কৃষি সেক্টরের সদস্যগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন