শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে চট্টগ্রাম নগর বিএনপির দোয়া মাহফিল

নিউজগার্ডেন ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর বীরত্বপূর্ণ ভূমিকা, রাষ্ট্র গঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আজীবন সংগ্রামের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাতির এই শ্রেষ্ঠ সন্তান দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে যে আত্মত্যাগের নজির স্থাপন করেছেন, তা চিরদিন বাঙালি জাতির হৃদয়ে অম্লান হয়ে থাকবে।

আজ সোমবার, ১৯ জানুয়ারি বাদ আছর চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, তাঁর আত্মত্যাগ ও আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান, চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের প্রার্থী আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া ভোলা, এম এ আজিজ, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহিন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, বিএনপি নেতা এস কে খোদা তোতন।

এছাড়াও মহানগর বিএনপির সদস্য ইস্কান্দার মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মো. খোরশেদুল আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, ইকবাল চৌধুরী, এম এ হাশেম, জাফর আহমদ, আবুল ফয়েজ, জয়নাল আবেদীন জিয়া, নুরু উদ্দিন হোসেন নুরু, মশিউর রহমান স্বপন, মোশারফ হোসেন ডিপটি, এ কে খান, মো: আবু মুসা, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউছুপ, ওলামা দলের জয়নাল আবেদীন, জাসাসের আবু মুসা বাবলু, তাঁতি দলের সেকিম হাফিজ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন