
ওসমান চৌধুরী চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে ধানেরশীষের বিতর্কিত প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত নেতা শফিকুল ইসলাম রাহী রোববার (২৫ জানুয়ারি ২০২৬) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় উপস্থিত হন। তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শোনেন।
বহিষ্কারের পরও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম রাহী বলেন,
“আমি আজ প্রথমবার নয়, বিগত ১৭–১৮ বছর ধরে টানা বিএনপির সব কর্মসূচিতে উপস্থিত ছিলাম। তারই ধারাবাহিকতায় আজও এসেছি।”
তিনি বলেন, “প্রায় ২০ বছর পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান চট্টগ্রামে এসেছেন। তাঁর এই কর্মসূচিতে উপস্থিত না হলে নিজের বিবেকের কাছেই দায়বদ্ধ থাকতে হতো।”
শফিকুল ইসলাম রাহী আরও বলেন,
“যার কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তিনি কিন্তু আজকের এই বিএনপির বা তারেক রহমানের কর্মসূচিতে জীবনের প্রথমবার অংশ নিয়েছেন। সে হিসেবে এখানে আমার উপস্থিতি স্বাভাবিক।”
চট্টগ্রাম-১৪ আসনের ধানেরশীষের বিতর্কিত প্রার্থীর উপস্থিতিকে ‘আশ্চর্যজনক’ বলেও মন্তব্য করেন মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সিআইপি শফিকুল ইসলাম রাহী।









