ধানের শীষ জয়ী হলে গণতন্ত্র জয়লাভ করবে: আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষের জয় মানেই গণতন্ত্রের জয়। দেশে স্থিতিশীলতা বজায় রাখতে এবং দেশকে সঠিক পথে পরিচালিত করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। দেশী-বিদেশী ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড় যুগের আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে গণতন্ত্র জয়লাভ করবে। বিএনপি সকল ধর্ম ও মতের মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তির বাংলাদেশ গড়ে তুলতে চায়। সে লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। ক্ষমতায় এলে বিএনপি বাংলাদেশকে একটি উদারপন্থী, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) বিকেলে ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় নেতাকর্মী ও ধানের শীষের সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসময় তিনি ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাই এই এলাকার আসল শক্তি। আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। উন্নয়নের সুষম বণ্টন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন। আপনাদের একটি ভোটই পারে আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়তে। নির্বাচিত হলে আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখবো।

নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি ভোটকেন্দ্রে শক্ত অবস্থান তৈরি করতে হবে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে বিএনপির উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে।

পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির য্গ্মু আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু,মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিম, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খান। ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির আহবায়ক সাদেকুর রহমান রিপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাহেদ হোসেনের সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদ হোসেন, যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন মির্জা, নুর মোহাম্মদ, রমজান আলী, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, আবু নাসের সাজ্জাদ, ইকবাল শরিফ, মোহাম্মদ ওয়াসিম, সাইফুল আলম দিপু,আইনুল ইসলাম জুয়েল প্রমুখ।

মন্তব্য করুন