স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের কমিটির ৩ জন যুগ্ম আহ্বায়কসহ ১০ জনের পদত্যাগ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্যের নবগঠিত কমিটির ৩ জন যুগ্ন-আহ্বায়কসহ ১০ জন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

আজ বুধবার (২২ অক্টোবর) বিকেলে ১০ জনের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতাদের অভিযোগ, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে করা হয়েছে। এছাড়াও নিষ্কৃয়দের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যাদের ব্যর্থতা ও অযোগ্যতার কারণে পূর্বের কমিটি ভেঙে দেওয়া হয়েছিল, আবার তাদের নতুন করে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। যারা দলের দুঃসময়ে পাশে ছিল না, তাদেরই এ কমিটিতে পুরস্কৃত করা হয়েছে। অথচ যারা দীর্ঘদিন নির্যাতিত, মামলার আসামি ও রাজপথের সক্রিয় কর্মী তাদের মূল্যায়ন করা হয়নি। তাই আমরা ত্যাগীদের বঞ্চিত করে গঠিত কমিটি কোনোভাবেই মেনে নিতে পারি না। এটি মূলত স্বেচ্ছাসেবক দলের সঙ্গে এক ধরনের প্রতারণা। তাই আমরা চাই এ কমিটি বাতিল করে একটি নতুন গ্রহণযোগ্য কমিটি অনুমোদন দেওয়া হোক।

মন্তব্য করুন