সিডিএ’র অনুমোদন লংঘন করে চান্দগাঁও সোনালী আবাসিক এলাকায় ভবন নির্মাণ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার চান্দগাঁও মৌজার বহদ্দারহাট বাস টার্মিনাল কানেক্টিং বাই লেনে সোনালী আবাসিক এলাকায় একটি ভবন নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনের শর্তাবলী লংঘন করা হয়েছে। উক্ত এলাকার মোহাম্মদ জামাল উদ্দিনের স্ত্রী মোছাম্মৎ হাসিনা আকতার শর্তাবলী লংঘন করে উক্ত ভবন নির্মাণ করেছেন। একই এালাকার মোহাম্মদ ওমর নাঈম সোহাব এটির প্রতিকার চেয়ে সিডিএ বরাবরে অভিযোগ করেছেন।

সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল কানেক্টিং বাই লেনে সোনালী আবাসিক এলাকায় একটি ১০ তলা আবাসিক ইমারত নির্মাণে গত ২০২৩ সালের ১৮ জুন সিডিএ থেকে অনুমোদন দেয়া হয়েছিল।

অনুমোদন পাওয়া ভবনের মালিক হাসিনা আকতার কর্তৃপক্ষের অনুমোদনের শর্তাবলী লংঘন করে নির্মাণ কাজ শুরু করেন। এতে একই এলাকার মো: ওমর নাঈম সোহাব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বরাবরে ২০২৪ সালের ১ ফেব্রুয়রী তারিখে অভিযোগ দেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করে কর্তৃপক্ষের অনুমোদনের শর্তাবলী লংঘন করে ৭ তলা ভবন নির্মাণ করার প্রমাণ পায়। উন্নয়ন কর্তৃপক্ষের তদন্তে দেয়া যায়, ভবনটির উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম পাশের্^ যে পরিমাণ জায়গা খালি রাখার শর্ত ছিল সে পরিমাণ জায়গা খালি রাখা হয়নি।

এতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ মোছাম্মৎ হাসিনা আকতারকে অনুমোদিত নকশার ব্যতিক্রমীভাবে নির্মাণ কাজ করায় ২০২৫ সালের ২৬ মে তারিখে নোটিশ প্রদান করেন। নোটিশে হাসিনা আকতারের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইনে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ৭ দিনের মধ্যে কারণ দর্শনোর নির্দেশ প্রদান করা হয়।

অভিযোগকারী ওমর নাঈম সোহাব বলেন, উক্ত হাসিনা আকাতর অদ্যাবধি পর্যন্ত নোটিশের জবাব প্রদান করেননি। ১০ তলা ভবন নির্মাণ করেছেন।

ওমর নাঈম সোহাব এতে ২০২৫ সালের ১৯ আগস্ট তারিখে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বরাবরে আবারো আবেদন করেন। আবেদনে বলেন, নালিশে প্লটের সামনে ১৪ ফুট প্রশস্থ চলমান রাস্তা আছে মর্মে মিথ্যা তথ্য প্রদান করে হাসিনা আকতার নকশা অনুমোদন নেন। মূলত উক্ত প্লটটির সামনে ১৪ ফুট প্রশস্ত কোন রাস্তা নেই। মোহাম্মদ সোহাব বলেন, নালিশী প্লটটির প্রবেশমূখ হচ্ছে ৫ ফুট।

তিনি উপরোক্ত বিষয় নিয়ে হাইকোর্টে একটি আবেদন করেন। হাইকোর্ট থেকে ২০২৫ সালের ৬ মার্চ তারিখে প্রত্যায়িত প্রতিলিপি মতে উক্ত অনুমোদন লংঘনের বিষয়ে ৬০ দিনের মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে নিষ্পত্তি করার নির্দেশ দেন।

মোহাম্মদ ওমর নাঈম সোহাব বলেন, বিষয়টি নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাথে একাধিক বার যোগাযোগ করলে ব্যবস্থা নেয়া হবে বললেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।

এমতাবস্থায় তিনি অনুমোদনের শর্তাবলী লংঘন করে ভবন নির্মাণ এবং সিডিএকে মিথ্যা তথ্য প্রদানের কারণে হাসিনা আকতারের ভবনের অনুমোদন বাতিল করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের নিকট আবেদন জানান।

মন্তব্য করুন