
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়া ওয়ার্ডের বলিরহাট আজ ২৩ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় “এ” ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ কর্মসূচি।
কর্মসূচির প্রধান অতিথি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শামসুল আলম তাঁর বক্তব্যে বলেন, ৩১ দফা আন্দোলন জনগণের অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃর্ক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কোনো ক্ষমতার আকাঙ্ক্ষা নয় এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন। আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক সরকার; একটি স্বাধীন বিচারব্যবস্থা; এবং এমন একটি দেশ যেখানে তরুণরা স্বপ্ন দেখতে পারে।”
তিনি আরও বলেন, “এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বৃহত্তর আন্দোলন যা জনগণের জন্য একটি সুষ্ঠু, মুক্ত এবং স্বচ্ছ রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই লড়াই চালিয়ে যাব, যাতে জনগণের সঠিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ তৈয়ব, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের বিএনপির সদস্য সচিব আলী আজগর, ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ছবুর, বলিরহাট ফার্নিচার সমিতির সভাপতি মোঃ মুজিব ও সাধারণ সম্পাদক মোঃ সুমন, ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ আব্দুল আজিজ, মোঃ বাবুল, মোঃ আব্দুল মান্নান, এড. শাহেদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইউনুছ, ওয়ার্ড যুবদলের মোঃ ফারুক, মোঃ সাইফুল, মোঃ সানাউল্লাহ, মোঃ পারভেজ, ওয়ার্ড ছাত্রদলের সংগঠক মোঃ সাজ্জাদ, মোঃ ইমনসহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
এই কর্মসূচি জনগণের মধ্যে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের উদ্দেশ্য প্রচার এবং সুষ্ঠু ও স্বচ্ছ সরকারের দাবিতে একটি বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।









