প্রফেশনাল স্কুল অফ বিজনেসে সিডিসিএস কোর্সের উদ্বোধন

নিউজগার্ডেন ডেস্ক: নগরীর নাসিরাবাদস্থ প্রফেশনাল স্কুল অফ বিজনেস, অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) এর প্রস্তুতিমূলক ক্লাসের উদ্বোধন। বর্তমান সময়ে সিডিসিএস বিশ্বব্যাপি বৈদেশিক বাণিজ্যের দক্ষতার মানদণ্ড হিসাবে স্বীকৃত।
একজন ট্রেড ফাইন্যান্স পেশাদার ডকুমেন্টারি ক্রেডিট এর সমস্ত আন্তর্জাতিক নির্দেশিকা, বিধি ও প্রবিধান মেনে তা নিশ্চিত করেন তার কাজে। সিডিসিএস ডকুমেন্টারি ক্রেডিট আন্তর্জাতিক বাণিজ্য অনুশীলনের সাথে সম্পর্কিত জটিল সমস্যাগুলি বোঝার ক্ষেত্রে সহায়তা করে। পিএসবি পরিচালক মহি উদ্দিন সুমন তার উদ্ভোদনী বক্তব্যে বলেন সিডিসিএস হল বিশ্বব্যাপী স্বীকৃত দক্ষতার মান। বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং নির্বাহীরা এ কোর্সে অংশগ্রহণ করেন।

এই ধরনের ক্লাস, সেমিনার, কর্মশালায় অংশগ্রহণের জন্য এবং সিডিসিএস সম্পর্কে আরও তথ্যের জন্য অনুগ্রহ করে ০১৯৭৮০০৩০২৯ নম্বরে কল করুন অথবা প্রফেশনাল স্কুল অফ বিজনেস (PSB) পরিদর্শন করুন ।
ঠিকানা: বাদশা মিয়া বিল্ডিং, বায়েজিদ বোস্তামী রোড, নাসিরাবাদ হাউজিং সোসাইটির বিপরীতে, নাসিরাবাদ, চট্টগ্রাম, বাংলাদেশ।

মন্তব্য করুন