নিউজগার্ডেন ডেস্ক: সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল এক বিবৃতিতে উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, মিরসরাই উপজেলার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান নুরুল আমিনসহ শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে তারা বলেন, গত ২৯ অক্টোবর মিরসরাই উপজেলা সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা নুরুল আমিনের বাসভবনে শান্তিপূর্ণ সমাবেশ শেষে নেতাকর্মীরা যাওয়ার পথে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এতে একজন তরুণ মর্মান্তিকভাবে নিহত হয়। এ ঘটনার পর আওয়ামী সন্ত্রাসীরা এলাকায় ব্যাপক তান্ডব চালায় এবং পুলিশের সহযোগিতায় বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের নামে দুটি হত্যা মামলা দায়ের করে। এই মামলায় মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান জনপ্রিয় বিএনপি নেতা নুরুল আমিনের বিরুদ্ধে ঘটনা স্থলে উপস্থিত না থাকা সত্বেও দুটি হত্যা মামলা সহ মিথ্যা মামলা দায়ের করে। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী দুর্বৃত্তদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি। একইভাবে ফটিকছড়ির জনপ্রিয় বিএনপি নেতা সারোয়ার আলমগীরসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাও প্রত্যাহারের দাবি জানাচ্ছি। বিবৃতিতে তারা বলেন, আমরা মনে করি মিরসরাই-ফটিকছড়ির জনগণ এ ব্যাপারে জনগণের নেতৃবৃন্দের বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলা দায়ের করছে তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবেন বলে আশা করি। একই সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনকেও সঠিকভাবে দায়িত্ব পালন এবং জনগণের রোষানলে না পড়ার আহ্বান জানান।