নিউজ ডেস্ক

বড়গাং বৌদ্ধ বিহারে ২৭তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

নিউজগার্ডেন ডেস্ক: আগ্রাবাদস্থ বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহার ও উক্ত বিহারের শাখা বড়গাং বৌদ্ধ বিহারের যৌথ উদ্যেগে “২৭তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব-২০২৩” আজ ১০ নভেম্বর (শুক্রবার) কর্ণফুলী থানার অন্তর্গত দক্ষিণ শাহমিরপুর লিচুতলা এলাকায় কেপিজেড সংলগ্ন মাঠে আগ্রাবাদস্থ বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের ১ম দিবসে প্রধান অতিথি ছিলেন এলজিইডির উপপরিচালক ইঞ্জিনিয়ার উজ্জ্বল ত্রিপুরা। ২য় দবসের প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়গাং বৌদ্ধ বিহারের সম্মানিত প্রধান উপদেষ্টা মনতোষ চাকমা, চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা, ২৭তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসবের যুগ্ম আহবায়ক প্রিয়দর্শী চাকমা, সদস্য সচিব প্রশান্ত বড়–য়া, যুগ্ম সদস্য সচিব সুনীলময় চাকমা, সুস্বপন চাকমা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিশনাল এসপি নোবেল চাকমা, সহকারী পুলিশ কমিশনার মুকুর চাকমা, ডিবি ইন্সপেক্টর লিটন চাকমা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য ববিতা বড়–য়া।
সাধনতলা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধবংশ মহাথের, বালুখালী বৌদ্ধবিহারের কাচালংক ভিক্ষু সংঘের সভাপতি কল্যানমিত্র মহাথের, গৌতম বৌদ্ধবিহারের জ্যোতি মহাথের, সাধনা জ্যোতি মহাথের, শান্ত জ্যোতি মহাথের, আর্য মহাথের, জ্ঞান রক্ষিত মহাথের, উপাবৎক্ষু, চবি’র ড. জিনবোধি মহাথের, ধর্মকীর্তি স্থবির ও ধর্মালংকার ভিক্ষু প্রমুখ প্রাজ্ঞা ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন।

বৌদ্ধ ভিক্ষুদের তিন মাস বর্ষাব্রত শেষে এসব কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়। বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী বছরে একবার কঠিন চীবর দান করা যায়।

বৌদ্ধ ধর্মালম্ভীগণ পূণ্যের আশায় প্রতি বছর অধীর আগ্রহী অপেক্ষায় থাকেন। সাধারণত ভিক্ষুদের ত্রি-চীবর হলো চার খন্ডের পরিধেয় বস্ত্র। প্রতি বছর বৌদ্ধ ভিক্ষুদের তিনমাস বর্ষাবাস শেষে কঠিন চীবর দানোৎসব আয়োজন করা হয়। এতে বৌদ্ধ ধর্মের রীতিনীতি অনুয়ায়ী ভিক্ষুদের বস্ত্র তৈরী করার জন্য প্রথমে তুলার বীজ বোনা হয়, পরে তুলা সংগ্রহ করা হয়, তা থেকে সুতা কাটা হয়, সেই সুতা রং করে ধর্মীয় আচার- অনুষ্ঠান মেনে ২৪ ঘন্টায় কাপড় তৈরী করে উৎসবের মধ্যেদিয়ে ভিক্ষু সংঘের মাঝে দান করা হয়।

মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসবে হাজারো উপস্থিত পূণ্যার্থীদের মাঝে মহামানব গৌতম বুদ্ধের অমৃতময় স্বধর্ম দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন