নিউজ ডেস্ক

ডি আর পেপার ইন্ডাস্ট্রিজ লি: শুভ উদ্বোধন অনুষ্ঠান

নিউজগার্ডেন ডেস্ক: বিজয়ের মাসে নতুন আরেকটি শিল্পবিপ্লব, রাউজান উপজেলাস্থ পাঁচখাইন গ্রামের বিশিষ্ট শিল্পপতি দিলু চৌধুরী বড়–য়া নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলাস্থ মনার বাড়ি ধামগড় এলাকায় নতুন শিল্প প্রতিষ্ঠান ডি আর পেপার ইন্ডাস্ট্রিজ লি: শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে ধর্মসেনাপতি অভয়ানন্দ মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ বিহার ও অনাথালয়ের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের। অনুষ্ঠানে ভূমিসূত্র পাঠ, মঙ্গলসূত্র পাঠ, করণীয় মেত্তা সূত্র, ভোজাঙ্গসূত্র, শিবলী পরিত্রাণ, বিশেষ দেবতা আমন্ত্রণ পাঠ ও জ্ঞাতিভোজন। পাঁচখাইন দুর্বার সংঘের পক্ষ থেকে দিলু চৌধুরী বড়–য়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বজিরানন্দ মহাথের, বিজয়ানন্দ মহাথের, তিস্সানন্দ মহাথের, বিপস্সী মহাথের, ডা. প্রিয়দর্শী মহাথের, নিব্বুতি মহাথের, সুমঙ্গল মহাথের, রাহুলানন্দ মহাথের, সত্যানন্দ থের, বুদ্ধনন্দ থের, অরুনাতিস্স্য থের, জ্ঞানানন্দ থের, পূর্নানন্দ থের, শ্রদ্ধানন্দ থের, স্বরূপানন্দ থের. শুদ্বানন্দ থের, জিনপ্রিয় থের, রাহুলানন্দ ভিক্ষু, দিপানন্দ ভিক্ষু, অনুরাদ্ধ ভিক্ষু, ভারতীয় নাগরিক বলবীর সিং, হারজিত সিং, ইউপি সদস্য শ্যামল বড়–য়া সিন্টু, দিপাকর চৌধুরী, প্রনাব বড়–য়া, শুভ্রত বড়য়া, প্রবাকর চৌধুরী, দিমান বড়ুয়া, অলক বড়–য়া বিটু, মোহাম্মদ বাদশা, রাজিব বড়–য়া, গ্রামের উপাসক-উপাসিকা প্রমুখ। সার্বিক সহযোগিতায় কোম্পানির নির্বাহী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় শিক্ষক সত্যপ্রিয় বড়–য়া। উদ্বোধন অনুষ্ঠান শেষে পাঁচখাইন দুর্বার সংঘের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন