নিউজ ডেস্ক

“চলো, শেষ থেকে শুরু করি “

মুনিয়া মুন

চলো,
কিছুদিনের জন্য বদলে ফেলি নিজেকে
কিছু সময়ের জন্য ভুলে যাই সবকিছু।
কিছু মুহূর্তের জন্য শান্ত হয়ে বসি,
কিছু কথা আবার তোমাকে বলি।
কিছু স্বপ্ন আবার নতুন করে দেখি,
কিছু সুখের আলিঙ্গন পুনরায় মনে করি।

চলো,
দু’জনে আর একবার কাছে আসি,
দু’জনে আবার নতুন করে ভালোবাসি।
দু’জনের মাঝের দূরত্ব ভুলে আবার
দু’জনে নতুন করে একসাথে চলি।

চলো,
মনের গহীনের সব অভিমান ঝেড়ে ফেলি
মনের ভিতর নরম কাদার ঘর তুলি।
মনের সব কথা চোখে চোখে বলি
মনের গোপন ব্যাথা ভুলে একসাথে চলি।

চলো,
আবার তোমার সাথে সারাদিনভর গল্প করি
আবার তোমার সাথ নতুন স্বপ্ন গড়ি,
আবার তোমার চোখে এক পৃথিবীর সুখ খুঁজি
আবার তোমার বুকে ভালোবেসে মুখ গুজি।

চলো,
কোন অচেনা দেশে দুজনে হারিয়ে বাঁচি,
কোন হাওড়ে গিয়ে জলে ভাসি,
কোন জঙ্গলের গহীনে লুকিয়ে থাকি কিংবা
কোন অদৃশ্য লোকালয়ে পাশাপাশি একাকি।

চলো ,
আব একবার দু’জনে ভুল করি,
আর একবার নিজেদের ক্ষমা করি
আর একবার আমরা অপেক্ষা করি
আর একবার আমরা দেখা করি।

চলো,
আজ নতুন কোন ভোরের প্রতীক্ষা করি
সব কালো আঁধার সেদিন সরে যাবে,
রাতের কষ্টগুলো ঘুমের সাথে মরে যাবে।
ভোরের সূর্য্য অনেক আলো অনেক হাসি নিয়ে
তোমার আমার নতুন জীবনে উদিত হবে।

মন্তব্য করুন