
নিউজগার্ডেন ডেস্ক: আলকরন সরকারি প্রাথমিক বালক ও বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত সোমবার একটি কমিউনিটি সেন্টারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেহেদী হাসান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরিঙ্গি বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব,বিশেষ অতিথি ছিলেন থানা শিক্ষা অফিসার লিপি রানী গোপ, মোহাম্মদ ইলিয়াছ,নগর নগর যুবলীগের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ,প্রধান শিক্ষিকা নিলুফার ইয়াসমিন, আলকরন সুলতান আহমেদ সিটি কর্পোরেশন উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক সোহরাব হোসেন মন্ডল,সহ-সভাপতি মোঃ ইলিয়াস, আব্দুল আউয়াল, নন্দন বড়ুয়া, ফারজান ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বক্তারা আগামীতে এর পরিধি আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।