নিউজ ডেস্ক

সুরকার ও গীতিকার সৈয়দ মহিউদ্দীনের মৃত্যুতে জাতীয় সাংস্কৃতিক মঞ্চের শোক

নিউজগার্ডেন ডেস্ক: জনপ্রিয় সুরকার ও গীতিকার কিংবদন্তী শিল্পী সৈয়দ মহিউদ্দীনের মৃত্যুতে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ ও জাতীয় কবিতা মঞ্চের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

জাতীয় সাংস্কৃতিক মঞ্চের সভাপতি কামরুল হুদা, চট্টগ্রাম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম. জাতীয় কবিত মঞ্চ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কবি এম এ হাশেম আকাশ, জাতীয় কবিতা মঞ্চের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ কমল।

জাতীয় সাংস্কৃতিক মঞ্চের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদ, দীপক কুমার পালিত, মিথুল দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাদা, সহ সভাপতি লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা, নাট্যকার রতন চক্রবর্তী, আবৃত্তিকার সুমন দত্ত, কবি রোকন উদ্দীন আহমেদ, কবি সঞ্জয় কুমার দাশ, শিল্পী সৈয়দ হোসেন শাহ, কবি সোমা মুৎসুদ্দি, বিপ্লব দাশগুপ্ত, সংগীত শিল্পী অচিন্ত কুমার দাশ, সুকুমার দে, সংগীত শিল্পী চন্দনা চক্রবর্তী, মৌ চৌধুরী, বেবী মজুমদার নুপুর, পাপড়ী বৈরগী, গাজী মাজাহারুল ইসলাম, মেহেদী হাসান জীম, রোকেয়া বেগম, নারী উদ্যোক্তা সুপর্ণ মুৎসুদ্দি শুক্লা, নারায়ন দাশ, সংগীত শিল্পী জুয়েল দ্বীপ, কবি ইমরান সোহেল, এডভোকেট অসমিত চক্রবর্ত্তী অমিত, জসিম উদ্দিন চৌধুরী, কবি তানিয়া সুলতানা, কবি শেখ ফারুক, কানু কুমার দে, জয় দত্ত, আরিফ, রুপনা দাশ, মোবারক হোসেন ভূঁইয়া, নরেশ দাশ, ডা: মুজিবুর রহমান, মোহাম্মদ চৌধুরী, উমা আচার্য্য, উর্মি বড়–য়া, কৃত্তিকা চক্রবর্তী, বেলায়েত হোসেন, ফরিদুল আলম মিল্লাত, নূর মোহাম্মদ চৌধুরী, সরওয়ার কামাল সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন