কোতোয়াল থানা স্বেচ্ছাসেবক দলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

নিউজগার্ডেন ডেস্ক: তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশ। এই তীব্র তাপদাহে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শ্রমজীবি মানুষ। বিশেষ করে রিকসা চালক ও ভ্যান চালকরা। তাই এই সাধারণ মানুষের কথা মাথায় রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগর আওতাধীন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আইনুল ইসলাম জুয়েল তাদের পাশে দাঁড়িয়েছেন।
আজ ১ মে (বুধবার) তীব্র তাপদাহে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় রিকশা, ভ্যান চালক, পথচারী, শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক নগদ ছাত্রদলের সহ-সভাপতি আরিফ সোহেল, যুবদল নেতা মোঃ জাহিদুল হক সোহেল, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের কমিটির অন্যতম সদস্য মিঠুন দাস, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক একরাম সিদ্দিকী রানা, ফিরিঈী বাজার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শহীদুল্লাহ রনি, যুগ্ন আহবায়ক মোঃ লিটন, যুবদল নেতা মোঃ মাবুদ, কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ রাকিব, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড ছাত্রদলের অন্যতম নেতা মোহাম্মদ সালমান, শাকিব সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন