
এ কে এম নাজিম উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম জেলার উপজেলা ফটিকছড়ির ধুরং খালের পুরাতন স্লুইচ গেট অপসারণ করে রাবার ড্যাম নির্মাণ করা একান্ত প্রয়োজন। প্রতি বর্ষার মৌষুমে উক্ত স্লুইচ গেইটে উজান ভাটার স্রোতের পানি প্রতিবন্ধকতা সৃষ্টি করে খালের দুপাশে ভেঙে বিভিন্ন বাড়িঘর ও ফসলাদি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মূখীন হচ্ছে।
উক্ত স্লুইচ গেইটটি থানা সদরের ফটিকছড়ি পৌরসভা ও সুন্দরপুর ইউনিয়নের মাঝখানে হওয়ায় পৌর মেয়র আলহাজ্ব মো: ইসমাইল হোসেন ও চেয়ারম্যান শাহনেয়াজ সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
খবরটি পড়েছেনঃ ৪৭