
এ. কে. এম. নাজিম উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি: ২১ মে/২৪ইং তারিখে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নাজিম উদ্দীন মুহুরী ফটিকছড়িতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৫৯১৬৭ এবং তার নিকটতম প্রতিদ্বন্দি ৪১৭৬৭।
এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জসিম উদ্দীন এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শারমিন নুপুর।
প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান।
নির্বাচিত চেয়ারম্যান নাজিম উদ্দীন মুহুরী ফটিকছড়িবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেন।
খবরটি পড়েছেনঃ ৩৬