হামদর্দের নতুন প্রোডাক্ট ‘এইচ মরিঙ্গা’ ক্যাপসুল

নিউজগার্ডেন ডেস্ক: হামদার্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ বাজারজাত করেছে নতুন প্রোডাক্ট ‘এইচ মরিঙ্গা ৫০০ মিঃ গ্রাম’ ক্যাপসুল। চট্টগ্রাম নগরীর মেরিন সিটি মেডিকেল কলেজের ১০ জন চিকিৎসক নিয়ে কেক কেটে এই নতুন ক্যাপসুলের বাজারজাতকরণ শুভ উদ্বোধন করেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন।

হামদার্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জাকির হোসেন ও আন্দরকিল্লা শাখার ভারপ্রাপ্ত জোনাল ম্যানেজার আবদুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন।
হামদর্দের চট্টগ্রাম উত্তর জোনের সিনিয়র জোনাল ম্যানেজার মোঃ জাকির হোসেন জানান, ‘এইচ মরিঙ্গা’ ক্যাপসুলে নিউট্রিশনাল পাওয়ার, মেল নিউট্রিশন এন্ড এনিমিয়া স্থুলতা, সাধারণ দুর্বলতা, হাই সিরাম গ্লকোজ ও ইমিউনো ডেফিশিয়েন্সিতে অত্যন্ত কার্যকরী।

হামদর্দের সকল চিকিৎসাকেন্দ্রসহ সারাদেশের যে কোনো ফার্মেসিতে ‘এইচ মরিঙ্গা ৫০০ মিঃ গ্রাম’ ক্যাপসুল পাওয়া যাচ্ছে।

মন্তব্য করুন