‘বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল’

নিউজগার্ডেন ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক পুণর্গঠন টিমের উদ্যোগে রোববার (২৩ জুন) বাদ যোহর নগরীর শাহ আমানত (রাঃ) মসজিদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এতে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ, সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুস সাওার, সৈয়দ আজম ঊদ্দিন, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, কাজী বেলাল ঊদ্দিন, সাবেক সদস্য হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি শওকত আজম খাজা, সাবেক সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল প্রমুখ।

মন্তব্য করুন