
গেজেট হওয়া সত্বেও অফিস আদালতে সারোয়াতলী না লেখায় মানববন্ধন
চট্টগ্রামস্থ বোয়ালখালী উপজেলা ৫নং সারোয়াতলী ইউনিয়নের গ্রাম ও ৮নং ওয়ার্ডের নাম দক্ষিণ সারোয়াতলী গ্রাম ও ৯নং ওয়ার্ডের নাম উত্তর সারোয়াতলী নামকরণ করে গেজেট প্রকাশিত হওয়া সত্বেও অফিস-আদালত ও নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে লিপিবদ্ধ না হওয়ায় অদ্য ২৩ জুন রবিবার বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে গ্রাম ও ওয়ার্ডের নাম পুনরায় সারোয়াতলী নামকরণের মুখপাত্র ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আলোচকবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, মোঃ দিদার, মোঃ সবুজ, শ্রাবনী দাশ, জেসমিন আক্তার প্রমুখ। সভায় বক্তারা বলেন, গ্রামবাসীসহ বাংলাদেশের প্রগতিশীল মানুষের দীর্ঘ দিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গ্রাম ও ৮নং ওয়ার্ডের নাম দক্ষিণ সারোয়াতলী গ্রাম ও ৯নং ওয়ার্ডের নাম উত্তর সারোয়াতলী নামকরণ করে গত ১৫ নভেম্বর ২০১৮ ইং তারিখে বাংলাদেশ সরকার গর্ভমেন্ট প্রেস কর্তৃক সাপ্তাহিক গেজেটে প্রকাশ করেন যার স্মারক নং-৪৬.০০.০০০০.০১৭.৯৯.০১১.১৬.৫৬২। উক্ত গেজেটে ভুলবশতঃ ৯নং ওয়ার্ডের উত্তর সারোয়াতলীর স্থলে দক্ষিণ সারোয়াতলী লিপিবদ্ধ হওয়ায় গত ২৩ জানুয়ারি ২০২০ তারিখে বাংলাদেশ সরকার বাংলাদেশ গর্ভমেন্ট প্রেস কর্তৃক সাপ্তাহিক গেজেটে পুনরায় উত্তর সারোয়াতলী লিপিবদ্ধ করে ২য় বার গেজেট প্রকাশ করেন যার স্মারক নং-০৫.৪২.১৫০০.৭০১.০৫.০০৫.১৮-৪৭১। দুই দুইবার গেজেট প্রকাশিত হওয়া সত্বেও অফিস-আদালত ও নির্বাচন কমিশনার ওয়েবসাইটে সারোয়াতলী লিপিবদ্ধ না করায় দুঃখজনক ও সংবিধান পরিপন্থী কাজ বলে উল্লেখ করেন। বক্তারা আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে ৭নং পৃষ্ঠার ২৪নং অনুচ্ছেদে উল্লেখ আছে- বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যম-িত স্মৃতি নিদর্শন স্থান সমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবেন।
পরিশেষে এই ঘৃনিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত স্মার্ট কার্ড থেকে শুরু করে সকল দলিল পত্রাদি ও গেজেট হওয়া সত্বেও অফিস আদালতে সারোয়াতলী না লেখায় মানববন্ধন।