চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি আব্দুল করিমসহ যুবদল নেতৃবৃন্দকে গ্রেপ্তারে দীপ্তি-শাহেদের প্রতিবাদ

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে গত কয়েক দিনে মহানগর যুবদলের সহ সভাপতি আবদুল করিম, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোবারক হোসেন, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এনামুল ইসলাম এনাম, আকবর শাহ থানা যুবদল নেতা আব্দুর রহিম, মো. কাউছার, শরীফ উদ্দিন জুয়েল, ৩৮ নং ওয়ার্ড যুবদল নেতা আরিফুল ইসলাম আকাশসহ নেতাকর্মীদের অন্যায়ভাবে গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

মঙ্গলবার (৩০ জুলাই) যৌথ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, চট্টগ্রামসহ সারাদেশে বিএনপির নিরপরাধ নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করে দেশটা আজকে ত্রাসের রাজ্যে পরিণত করেছে।

রাষ্ট্রীয় সন্ত্রাসকে আড়াল করতে এবং উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপি, যুবদলসহ দলের বিভিন্ন স্তরের নির্দোষ নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হচ্ছে।

দিন দিন নিরীহ ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অথচ দেশের জণগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বিএনপির নিরাপরাধ নেতাকর্মীদের গণগ্রেফতার অব্যাহত রেখেছে!

তবে সরকার যতই ছলচাতুরি করুক না কেন গণদাবির কাছে পদত্যাগ করতেই হবে। মানুষ যখন প্রতিবাদ শুরু করেছে এই প্রতিবাদের ধারা অব্যাহত থাকবে। সরকার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে, গুলি করে মানুষকে হত্যা করা হয় নাই অথচ শিশু আহাদ, সামীর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পথচারী সবাই গুলিতে নিহত হয়েছেন।

এসকল হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি।

নেতৃদ্বয় অবিলম্বে অন্যায়ভাবে গণগ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির জোর দাবি জানান।

 

মন্তব্য করুন