নিউজ ডেস্ক

চন্দনাইশ থানায় বিএনপি নেতারা পাহারারত

আমিনুর রহমান, চন্দনাইশ প্রতিনিধি: শেখ হাসিনা দেশ ছেড়ে যাবার পর অন্তরবর্তিকালীন সরকারও গঠন করা হলো। চট্টগ্রামের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল চলছে। আর এ গুরুত্বপুর্ণ সময়ে চন্দনাইশ উপজেলা বিএনপির নেতারা পাহাড়া দিতে শুরু করল চন্দনাইশ থানা।
দুর্বৃৃত্তদের হামলা থেকে রক্ষার জন্য বিএনপির নেতারা বসে নেই বাড়ীতে। এ অবস্থা থেকে আবার অনেকেই আশ্চায্য হয়ে বলাবলি শুরু করল যে বিএনপির কোন নেতা থানায় যাওয়া তো দুরের কথা, থানার পাশ দিয়েও যায় নি।
কথায় আছে না থানার পাশে কানাও যায় না। আর এই অবস্থায় চন্দনাইশ থানাকে রক্ষার যেন এক গুরু দায়িত্ব পালন করছে বিএনপি নেতৃবৃন্দ।
গতকাল ৬ আগষ্ট থেকে থানার পাহারায় দায়িত্বে রয়েছেন, বিএনপির পৌর আহবায়ক মাহমুদু, দ: জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মাসুদুর রহমান, উপজেলা বি,এন,পি নেতা নুরুল হুদা বাবর, সিরাজ,নাসির,সোহেল,পৌর বি,এন,পি র সচিব শহীদুর ইসলাম, যুবদল নেতা আমিন, কুদ্দুুস, হানিফ, জয়নাল, হিরু, মুজিব প্রমুখ।
এসময় দায়িত্ব পালন কারী বি,এন পি নেতারা বলেন, এ দেশ ও দেশের সম্পাদের মধ্যে প্রতিটি থানা ও দেশের গুরুত্বপুর্ন সম্পদ, তাই এই গুরুত্বপুর্ন সময়ে থানাকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

মন্তব্য করুন