ছাত্র জনতার গণবিস্ফোরণের কারণে বিজয় অর্জিত হয়েছে: ইয়াছিন চৌধুরী লিটন

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন বলেছেন, আজ ছাত্র জনতার গণবিস্ফোরণের কারণে আমাদের বিজয় অর্জিত হয়েছে। সেই বিজয়কে দীর্ঘায়িত করার জন্য বিএনপি নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সামাজিক নিরাপত্তাবলয় তৈরি করতে হবে। আমাদের পাশে যারা সংখ্যালঘু রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশটা আমাদের সবার। এ দেশ আমাদেরই গড়তে হবে। কেউ যেন কোনো নির্যাতন নিপীড়নের শিকার না হন। যে কোনো অপপ্রচার ও অপচেষ্টার বিরুদ্ধে চট্টগ্রামবাসীকে সচেতন থাকতে হবে।

তিনি বুধবার (১৪ আগষ্ট) বিকালে কাজীর দেউরী কাঁচা বাজারের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে বাগমনিরাম ও জামাল খান ওয়ার্ড বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল পারভেজ সুজনের সভাপতিত্বে ও জামাল খান ওয়ার্ড বিএনপি নেতা দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা শাহ আলম, শফিক আহমেদ, দিদারুল আলম, ইউনুস চৌধুরী হাকিম, নকিব উদ্দিন ভূইয়া, আবু মো. মহসিন, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু ফয়েজ, কামাল হোসেন, মো. ইব্রাহিম, নগর কৃষক দলের যুগ্ম আহবায়ক মো. সেকান্দর, আবু আহমেদ, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু, মোহাম্মদ আনাছ, মো. পেয়ারু, সৈয়দ মো. হারুন, জাবেদ জুবায়ের, মো. হাসান, নুর হোসেন, আবুল হোসেন, মো. স্বপন প্রমুখ।

মন্তব্য করুন