
নিউজগার্ডেন ডেস্ক: দীর্ঘ সাড়ে আট বছর কারাবন্দি থাকার পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিএনপির সদ্য সাবেক যুগ্ম মহাসচিব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী মুক্তিলাভ করেছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। এর আগে সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে কারা ফটকে বিএনপির শতশত নেতাকর্মী আসলাম চৌধুরীকে বরণ করে নিতে জড়ো হন। এসময় নেতাকর্মীরা সেখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দেন। পরে তিনি বেরিয়ে আসলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় নাজিমুর রহমান বলেন, দীর্ঘ সাড়ে আট বছর আসলাম চৌধুরীকে আওয়ামীলীগ সরকার অন্যায় ভাবে কারাবন্দি করে রেখেছিল। তিনি সব মামলায় জামিনে ছিলেন তারপরও সরকার তার কারামুক্তিতে বার বার বাধা দিয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে অন্যায়ভাবে একের পর এক গায়েবি মামলা দেওয়া হয়েছে। তাকে ৬৭ টি মামলা দিয়ে হয়রানি করেছে। কিন্তু শত নির্যাতন নিপিডন চালিয়েও আওয়ামী লীগের শেষ রক্ষা হয়নি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। গত সোমবার শুনানি শেষে আসলাম চৌধুরীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের দায়েরকৃত আপিল খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গ্রেপ্তার হওয়ার পর থেকে আসলাম চৌধুরীর মুক্তির জন্য বিএনপির নেতাকর্মীরা যে আন্দোলন করেছেন, সেজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।