
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম প্রেস ক্লাব এর বিরাজমান সমস্যা নিরসন সংক্রান্তে অন্তর্র্বতী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় উপদেষ্টা মহোদয় ফারুক-ই-আজম বীর প্রতীক এর নির্দেশিত সিদ্ধান্তে ঐক্যমত ব্যক্ত করে বৈষমবিরোধী পেশাদার সাংবাদিক ঐক্যের চলমান কর্মসূচী স্থগিত ও প্রত্যাহার করেছেন সংগঠনের আহ্বায়ক আলমগীর নূর। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক নজরুল ইসলাম।
পরবর্তীতে সন্তোষজনক সমাধান না হলে নতুন কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক আলগমীর নূর। অপরদিকে আজ ২০ আগস্ট, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে কে কাহারা মানববন্ধন ও ঘেরাও কর্মসূচী দিয়েছে এর সাথে আমি এবং আমার সংগঠন বৈষমবিরোধী পেশাদার সাংবাদিক ঐক্য নামক সংগঠনের কোন সম্পৃক্ততা ও সমর্থন নাই মর্মে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক ও সদস্যসচিব।
তবে তারা দুজনই জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সংক্রান্তে সংষ্কার ও যেকোন যৌক্তিক আন্দোলনে আমামাদের নৈতিক সমর্থন থাকবে। আলমগীন নূর বলেন যেহেতু আমি দেশের বৃহত্তর গণমুখী রাজনৈতিক দল বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং সরকার নিবন্ধিত পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বে থাকায় রাষ্ট্রের রাষ্ট্রীয় দিকনির্দেশনা মানতে নৈতিকভাবে বদ্ধপরিকর।
উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক’র হস্তক্ষেপে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিরাজমান সমস্যা নিরসনে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও বৈষমবিরোধী পেশাদার সাংবাদিক ঐক্যের সন্তোষজনক আলোচনা হওয়ায় আজ থেকে প্রেস ক্লাব সংক্রান্ত সকল কর্মসূচি আপাততঃ স্থগিত করেছেন। আলমগীর নূর বলেন আমাদের আন্দোলনের প্রেক্ষিতে দাবী বাস্তবায়ন হওয়ার আশ্বাসে সংগঠনের যাবতীয় কর্মসূচী স্থগিত করা হলো।