নিউজ ডেস্ক

জোরালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপে অ্যাম্বুলেন্স চালক নিহত, আহত ৫

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামের জোরালগঞ্জে প্রাণ কোম্পানীর কাভার্ড ভ্যান একটি অ্যাম্বুলেন্সকে চাপ দিলে চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আজ ২৭ আগস্ট (মঙ্গলবার) বিকালে জোরালগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আহাম্মেদ কবির (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেনবাগ কানকির হাট ত্রাণ দিয়ে আসার পথে অ্যাম্বুলেন্স চালক আহাম্মেদ কবির জোরালগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে দুর্ঘটনায় প্রাণ হারায়। তাকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে।
আজ সকালে ত্রাণ দিয়ে বিকালে ফেরার পথে একটি কাভার্ড ভ্যান চাপ দিলে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক নিহত হন। নিহত কবির পটিয়া উপজেলার আনজুরহাট গ্রামের মতিউর রহমানের পুত্র।

চট্টগ্রাম মেডিকেল অ্যাম্বুলেন্সচালক সমিতির সহসভাপতি এম মাঈন উদ্দিন জানান, মেডিকেল অ্যাম্বুলেন্স চালক সমিতির সকলে বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য চাঁদা তুলে কিছু মানবিক খাবারের প্যাকেট বিতরণ করতে ৭ জন চালক গতকাল সকালে নোয়াখালীর সেনবাগ ও কানকিরহাট এলাকায় যান। ত্রাণ বিতরণ শেষে সেখান থেকে বিকেলে সবাই ফিরছিলেন। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা অতিক্রমকালে সোনাপাহাড় এলাকায় অপর একটি ট্রাক তাদের অ্যাম্বুলেন্সকে চাপা দিলে চালক আহমদ কবির, সাকিব (১৮), আকাশ চন্দ্র (২২), জহিরুল আবেদিন (২৩) ও অনি দেবনাথ (২৪) আহত হন। এলাকাবাসী সবাইকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আহমদ কবিরের সেখানেই মৃত্যু হয়। অপর ৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. জোবায়ের হোসেন তারেক বলেন, নিহত ব্যক্তি মাথায় ও বুকে আঘাত ব্যথা পেয়েছিলেন। অন্যান্যরা সেরে উঠবেন আশা করছি।

মন্তব্য করুন