দক্ষিণ এশিয়ায় অন্যতম সেরা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া (পটিয়া মাদরাসা) দেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মাদরাসার সকল কার্যক্রম বন্ধ রেখে সেবা সপ্তাহ ঘোষণা করেছে। মাদরাসাটির মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভীর নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা বন্যা দূর্গত এলাকায় উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ করেন।
মাদরাসা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, শিক্ষক ও শিক্ষার্থীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বন্যার্তদের জন্য।
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার প্রধান
বৃদ্ধ বয়সেও নিজে আর্তমানবতার পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে জামিয়ার শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলসহ বন্যা দূর্গত অঞ্চলে স্শরীরে ছুটে গিয়েছেন।
জামিয়া প্রধান সরেজমিনে ফেনির দাগনভূঁঞা, শর্শদী, লালপোল ও মিরসরাইসহ বিভিন্ন স্থানে হিন্দু-মুসলিম নির্বিশেষে জামিয়া পরিচালিত ‘ইসলামী ত্রাণ কমিটি বাংলাদেশে’র পক্ষ থেকে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেন।
জামিয়া প্রধান আরো বলেন, পানি চলে গেলে মানুষের দুঃখ, কষ্ট ও দুর্দশা আরো বেড়ে যাবে । মাথা গোঁচার জন্য ছাদ নেই, থাকার ঘর অবশিষ্ট নেই । তাই আমরা দূর্গত মানুষের পূণর্বাসনের জন্য আমরা কাজ করবো, ইনশাআল্লাহ ।