নিউজ ডেস্ক

সর্ব মহান আল্লাহতায়ালা সর্বক্ষেত্রে একক (অদ্বিতীয়) এবং শরীকবিহীন

মোহাম্মদ হোসেন: সর্ব মহান আল্লাহতায়ালা সমস্ত জগতের সৃষ্টিকর্তা ও একমাত্র মালিক। তাঁর সমস্ত সৃষ্টির নিদর্শনে তাঁর এককত্বের এবং তাঁর সাথে আর কোন শরীক নাই তাঁর এই একত্ববাদের বাস্তব চিত্র দৃশ্যমান এবং অনুভূত। কারণ তাঁর সৃষ্টির নিদর্শন সমূহ একই নিয়মে শুধু তাঁরই হুকুম পালন করার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তিনি আল্লাহতায়ালা সর্ব ক্ষেত্রে একক (অদ্বিতীয়) এবং শরীকবিহীন।

তিনি সমস্ত জগত সৃষ্টি করার পর মানব জাতি সৃষ্টি করার সিদ্ধান্ত নেন। সর্ব প্রথম তিনি সরাসরি হযরত আদম (আ:)কে সৃষ্টি করার পর হযরত মা হাওয়া (আ:)কে সৃষ্টি করেন। তাদেরকে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করার অনুমতি স্বাপেক্ষে তাদেরকে মানব সন্তান জন্ম দেওয়া নেওয়ার উপযোগী করে তাদের মধ্য হতে মানুষ জন্ম দেয়া নেয়ার কর্মকান্ডের প্রক্রিয়ায় সর্ব প্রথম আল্লাহতায়ালা মানুষ সৃষ্টির কার্যক্রম শুরু করেন। মানুষ সৃষ্টির এই কার্যক্রম কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি আল্লাহতায়ালা সর্ব প্রথম হযরত আদম (আ:) ও হযরত মা হাওয়া (আ:)কে সৃষ্টি করার ক্ষেত্রেও একক (অদ্বিতীয়) এবং শরীকবিহীন।

উল্লেখ্য যে, সর্ব মহান আল্লাহতায়ালা সমস্ত জগতের সৃষ্টিকর্তা হিসেবে তাঁর সমস্ত সৃষ্টির কার্যক্রমে তিনি আল্লাহতায়ালা একক (অদ্বিতীয়) এবং শরীকবিহীন এবং তাঁর সমস্ত গুণাবলীতেও তিনি আল্লাহতায়ালা একক (অদ্বিতীয়) এবং শরীকবিহীন।

সুতরাং তাঁর কোন কার্যক্রম ও তাঁর গুণাবলীতে কোন অবস্থাতেই তাঁর সাথে কারো শরীক করতে পারবে না। যেহেতু তিনি আল্লাহতায়ালা সর্বক্ষেত্রে একক (অদ্বিতীয়) এবং শরীকবিহীন।

লেখক: মৌলভী বাড়ী, সাবানঘাটা, খাজারোড, চান্দগাঁও, চট্টগ্রাম।

 

মন্তব্য করুন