
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহের চলমান প্রকল্প সম্পন্ন করার স্বাথে ব্যবস্থাপনা পরিচালককে স্বপদে রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম ওয়াসা সচেতন গ্রাহক পরিষদের উদ্যোগে ওয়াসার ভবনের সামনে এ মানব অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চট্টগ্রাম ওয়াসা সচেতন গ্রাহক পরিষদের নেতৃবৃন্দ বলেন,চট্টগ্রাম ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব দেয়ার পর দৈনিক ৯ কোটি লিটার পানির উৎপাদন বাড়িয়ে ৫০ কোটি লিটারে উন্নীত করেছেন। চট্টগ্রাম বাসীর স্বার্থে ও ওয়াসার চলমান প্রকল্প সম্পন্ন করতে এমডি প্রকৌশলী এ,কে এম ফজলুল্লাহকে স্বপদে রাখা প্রয়োজন। ওয়াসার গ্রাহক নিজাম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়াসার গ্রাহক শফিউল আজম বাবু, আনিসুর রহমান চৌধুরী, আমির হোসেন, জাহেদুল হাছান, মোঃ মাহিন, রেজাউল করিম, বেবী আক্তার, রাবেয়া বেগম, আবদুল্লাহ আল মামুন, মো. হান্নান, মো. বশির, সহ আরো অনেকে। মানববন্ধনে মহানগরীর বিভিন্ন এলাকার ওয়াসার গ্রাহকরা অংশ নেন।