
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, মানুষের সৃষ্ট বন্যায় বাংলাদেশ আজ ভেসে গেছে। এটা ফ্যাসিষ্ট হাসিনাকে খুশি করার জন্য ভারত পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে দিয়েছে। এখন হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের যেসব অঞ্চলে ভারত থেকে নেমে আসা ঢলে ডুবে গিয়ে মানুষ মানবতের জীবন যাপন করছে তাদের পাশে দাঁড়ানোর জন্য যুবদলসহ সব অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ধারাবাহিকভাবে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আ’লীগ উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। নামে-বেনামে প্রকল্প সাজিয়ে মূলত লুটপাট করেছেন। প্রকল্পগুলোর সরেজমিন কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। কোনো কর্মকর্তা যাতে তদন্ত করতে যেতে না পারেন সেজন্য বেশ কিছু প্রকল্প দুর্গম এলাকাগুলোতে দেখানো হয়েছে। যেখানে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যেতে হয়। কোনো যানবাহন চলে না।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগরীর আওতাধীন পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে আজ ৭ সেপ্টেম্বর (শনিবার) সকালে বন্যা কবলিত ফেনী ছাগলনাইয়া রাধানগর ইউনিয়ন ও হাজারি পুকুর এলাকায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানিসহ জরুরি সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহবায়ক কাজি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবদুল মোমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়ার সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার, ছাগলনাইয়ার যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, হুমায়ুন খোন্দকার, শাহজাহান মজুমদার আজাদ প্রমুখ।