ধোপাছড়ীতে আবছার মিয়া ও তার পরিবারের উপর সন্ত্রাসী হামলা

চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার ১০নং ধোপাছড়ী ইউনবয়নস্থ ৫নং ওয়ার্ডে ধোপাছড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবছার মিয়া ও তার পরিবারের উপর আওয়ামি সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরণের জানা যায়, গত ৭ সেপ্টম্বর দুপুর আনুমানিক দেড় টার সময় বাড়ীর আঙ্গিনায় বসে আবছার মিয়ার মা সালমা খাতুন (৫০) ও তার স্ত্রী রাশেদা বেগম কাজ করা আবস্থায় অতির্কিত হামলা চালায় আওয়ামি সন্ত্রাসীরা। চিৎকার ও হট্টগোলের শব্দে আবছার মিয়া বাহির থেকে দৌড়াইয়ে বাড়ীতে প্রবেশ করলে যুবলীগের সন্ত্রাসী রেজাউল করিমকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করার চেষ্টা করে এক পর্যায়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার সুত্রপাত ৪ কানি জমি নিয়ে।
জমির মূল মালিক চন্দনাইশ উপজিলা বিএনপির আহবায়ক নুরুল আনোয়ার চৌধূরী। এই সুবাদে স্থানীয় আওয়ামি সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত জবরদখল করে রেখেছিল। এই ব্যপারে আবছারমিয়া বাদী হয়ে থানায় এজাহের দাখিল করে।
ধোপাছড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা সড়জমিনে তদন্ত করতে আসে।
এজাহার ভুক্ত বিবাদীরা হলেন আবদুল জব্বার (৪৬) পিতা মৃত আবদু রহমান, আবদুল কাদের (৩৬) পিতা ছিদ্দিক আহমদ, উভয় সাং পশ্চিম ধোপাছড়ী, ৫ নং ওয়ার্ড। রেজাউল করিম (৩১) পিতা মৃত আবুল কালাম, বোরহান উদ্দিন (২৩) পিতা আবদুল গফুর, উভয় সাং পূর্ব ধোপাছড়ী, ১ নং ওয়ার্ড। আবদুল মালেক (৩৩) পিতা মৃত ছিদ্দিক আহমদ, আবছার উদ্দিন (৩২), পিতা বয়েরা নুরু, নাছিমা আক্তার (৩৫) স্বামী আবুল বছর, মমতাজ বেগম (৪২) স্বামী মাহামদী, মোঃ মিজান (১৯) পিতা আলী আহমদ, সর্বসাং পশ্চিম ধোপাছড়ী, ৫ নং ওয়ার্ড।
বাদি আবছার মিয়াও এলকাবাসীর অভিযোগ আওয়ামি সরকারের সময় ১নং বিবাদী তার দলীয় সন্ত্রাসী দিয়ে নিরহ জনগণের জায়গা জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড পরিচালনা করত।

মন্তব্য করুন