
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকায় মন্ত্রী এমপিরা সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুর্নীতিবাজ ও সন্ত্রাসী পালিয়ে গেলেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা এখনো দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি। ৫ আগস্টের পটপরিবর্তনের পর শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে জনগণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বস্তিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন লাটে উঠেছে। তাই তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। পতিত আওয়ামী লীগ স্বৈরাচারের পুলিশ ও সন্ত্রাসীরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা করছে। দেশে দীর্ঘদিন জনগণের জানমালের নিরাপত্তা ছিল না। আইনের শাসন ছিল না। দেশে চলছিল বিচারহীনতা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন এবং সরকারের সার্বিক সহযোগিতার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।
পতেঙ্গা থানা আমীর অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন ও ইপিজেড থানা আমীর আবুল মোকাররমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. মাওলানা আব্দুল মোতালেব, অধ্যক্ষ মুহাম্মদ সেলিম, মুহাম্মদ হাবিবুর রহমান, জামায়াত নেতা ওসমান গণি, মাওলানা মুহাম্মদ ইউসুফ, মাওলানা বেলাল হাছন, আবদুল্লাহ আল আরিফ, ডা. মাহবুবুর রহমান, মুহাম্মদ হোসেন, বেলাল আহমদ, হামিদুল ইসলাম, শোয়েব ইকবাল, মহিউদ্দিন প্রমুখ।