
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে। জাতিগতভাবে আমরা যে সদাচার এবং মানবিক সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। মানবিক গুণাবলী অর্জন এবং সঠিক বাস্তবায়ন প্রতিফলিত হয় ছাত্র সমাজের মাধ্যমে, তাদের আচার-আচরণ, বিচরণে, কর্মে ও ব্যবহারে। এই গুণাবলী যতটা না সাধারণ জনতা চর্চা করবে তার চেয়ে বেশি করবে ছাত্ররা। ছাত্র রাজনীতি জাতির ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সূতিকাগার। যার মাধ্যমে একজন ছাত্র নিজেকে নিজের ভবিষ্যতের উপযোগী একজন মানুষ হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকেন। ৮ এপ্রিল মঙ্গলবার বিকাল চারটায় নাসিমন ভবন ছাত্রদল কার্যালয়ে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, সাধারণ মানুষের যেমন সব ক্ষেত্রে ইচ্ছাশক্তি এক নয় তেমন ছাত্রছাত্রীদেরও সবার ইচ্ছাশক্তি এক হয় না। একেক জন ছাত্রছাত্রীর একেক রকমের ইচ্ছা থাকতে পারে। তবে যারা দেশের সমৃদ্ধির জন্য মানুষের কল্যাণের জন্য নিজেকে উৎসর্গ করতে চান তাদেরকে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া উচিৎ। একজন ছাত্র রাজনীতি মাঠে আসা মাত্রই অভিজ্ঞ হতে পারেন না। একজন ছাত্রছাত্রীকে ভালো রাজনীতিবিদ হতে হলে তার থাকতে হবে সৎ সাহস বা সততা। তবেই সে ছাত্র থেকে রাজনৈতিক জীবনে সফলতা অর্জন করতে পারে।
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ ইদ্রিস এর সভাপতিত্বে মনির উদ্দিন শাওন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু, মোঃ আনাছ, জাহেদ হোসেন খান জসি, ফখরুল ইসলাম শাহীন, সদস্য কামরুল হাসান আকাশ, আব্বাস উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজ উদ্দিন, যুগ্ম আহবায়ক যথাক্রমে নাঈম উদ্দিন দিপু, মনিরুল ইসলাম, ফিরোজ উদ্দিন, নাঈম উদ্দিন, তৌহিদুল ইসলাম, সদস্য যথাক্রমে আবদুল মান্নান, নুরুল হক মির্জা, কামরুল হাসান, সৈয়দ মোঃ আফসার উল্লাহ কোরাইশী, মোঃ ইব্রাহীম সহ নেতৃবৃন্দ।