ডবলমুরিং থানা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মহিমায় পালন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক আগামী ১৬ নভেম্বর ২০২৪, শনিবার চট্টগ্রামে দিনব্যাপী অনুষ্ঠিতব্য কর্মসূচি সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর), বিকাল তিনটায় চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা যুবদলের উদ্যোগে আগ্রাবাদ চৌমুহনী এলাকায় থানা যুবদলের সাবেক আহবায়ক বজল আহমেদ’র সভাপতিত্বে ও থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল আলম রুবেল’র সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি এ কে এম ফজলুল হক সুমন, বিশেষ অতিথি মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন মো. শাহিন পাটোয়ারী, এতে নগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাচা, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ হোসেন, সহ আপ্যয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, সদস্য মাহবুব খান জনিসহ থানা ও ওয়ার্ডের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে আগামী ১৬ নভেম্বর জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র ঘোষিত চট্টগ্রামে দিনব্যাপী কর্মসূচি সমূহ সর্বাত্মক সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন