
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে জাতীয়তাবাদী শক্তি জেগে উঠেছে। পরাজিত শক্তি ও পরাজিত শক্তির দোসরদের মোকাবিলা করা হবে। বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। ক্ষমতা হারিয়ে ৫ আগস্টের পরাজিত শক্তি এখন কিন্তু আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ফ্যাসিষ্ট সমস্ত ষড়যন্ত্র মোকাবেলায় যুবদলকে ঐক্যবদ্ধ থাকবে হবে। ঐক্যের বিকল্প নেই। জাতীয়তাবাদী দল জনগণের রাজনীতি করে আপনাদেরকেও জনগণের রাজনীতি করতে হবে। আপনারা এমন কাজ করবেন না স্বৈরাচারী সরকারকে যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তেমনি আপনাদেরকেও যেতে না হয় সেভাবে চলতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী। আমাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। যারা রাজপতে ছিল তাদেরকে মূল্যায়ন করতে হবে। আমাদের যারা সমর্থক আছে তাদেরকে আপনারা গালি দেবেন না কারণ ভোট আসলে তাদের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা স্বাধীন দেশে স্বৈরাচারী সরকারের আমলে পরাদিন ছিলাম।
আজ ১৯ নভেম্বর বিকাল ৪ টায় ৪ নং ওয়ার্ড বলির হাট এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চান্দগাও থানার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাজী মোহাম্মদ জসিম উদ্দিন’র সভাপতিত্বে ও মো : আব্বস উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাছির উদ্দীন, নগর যুবদলের সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন লেদু, জাকির হোসেন, জাবেদুল হক, মো: ইদরীস, মো: রাশেদ, চকবাজার থানা স্বেচ্ছাসেক দলের আহবায় রিদওয়ানুল হক রিদু, মো: হানিফ, মো: সেলিম, ৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক মো আলম, মো: মহিউদ্দীন, চকবাজার থানা ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক, ইয়াকুব খান, চকবাজার থানা ছাএদলের সাবেক সিনয়র সহ সভাপতি রাকিবুল হাসান রাকিব, ইউনুস, নুরুন্নবী। আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন মিজান, আব্বাস, মাসুদ, রাহাত, নাঈম, আমজাদ, সাকিব, শরিফ সহ প্রমুখ নেতৃবৃন্দ।