
◊আজ ২১ নভেম্বর সকালে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ভারতীয় আধিপত্য ও আগ্রাসন বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর, আওয়ামী বাকশালীর আতংক, বীর চট্টলার সিংহ পুরুষ, বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য, উপ-
মহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারীয়ান ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের জুডিশিয়াল হত্যার স্বীকার মরহুম জননেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পশ্চিম গুজরা বিএনপি নেতা মোহাম্মদ এনাম উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপি নেতা ৯০ এ গণ-অভ্যুত্থানের ছাত্র নেতা কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ বশির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আমির আলী, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ জসিম উদ্দিন, যুবদল নেতা ইয়াকুব বাদশা, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ আলী মেম্বার।
যুবদল নেতা নেছারুল হায়াত খান এর পরিচালনায় মোহাম্মদ মাহবুব আলমের কোরআন তেলওয়াত মাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চট্টলার অকৃত্রিম অভিভাবক শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর শাহাদাত দিবসে প্রধান আলোচক ছিলেন ছমদ আলী সিকদার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মো: ইসহাক আল কাদেরী, সহ আলোচক হাজী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মুরশেদ।
আলোচনায় অংশগ্রহণ করেন নুরুল আকতার, সোলেমান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, কায়ছার হামিদ দিদার, মোহাম্মদ ইলিয়াস, আবদুর রশিদ ঘড়ি, নুর নবী, নুরুল আমিন, ইউনুস সওদাগর, হোসেন ইয়ার খান, রবিউল হোসেন, এসকান্দার হোসাইন, মোবারক আলী, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ সুজন, সৈয়দ হোসেন, শাহাদাত হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন আওয়ামী ফ্যাসিবাদ সরকার অন্যায় ভাবে আদালতকে ব্যবহার করে কোটি মানুষের হৃদয়ে স্পন্দনকে শহীদ করলেও জননেতা আলহাজ্ব সালাউদ্দিন কাদের চৌধুরীকে মানুষের হৃদয় থেকে মুছতে পারেনি পারবে না। তিনি চট্টলার অকৃত্রিম অভিভাবক ছিলেন। এদেশ যতদিন থাকবে সালাউদ্দিন কাদের চৌধুরী মানুষের হৃদয়ে তত থাকবে।