
নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস এবং প্রচার সপ্তাহ উপলক্ষে প্রতি বছরের মত এবারও উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে বার্ষিক রক্তদাতা সম্মাননা-২০২৪ চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউ কনফারেন্স হলে গতকাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মো: জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: তসলিম উদ্দিন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মো: হাফিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রক্তরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ গোলাম রাব্বানী, রেজিস্ট্রার ডাঃ সৌরভ বিশ্বাস, চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ উৎপল সেন, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি চট্টগ্রাম জোনের সভাপতি ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা: শুভ্র প্রকাশ দত্ত, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডাঃ এ ইউ এম সলিমুল্লাহ, বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের প্রতিনিধি মোহাম্মদ নেজাম উদ্দিন এবং এভারেস্ট বিজয়ী চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ডাঃ বাবর আলী সহ চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডাঃ মো. নাজিম উদ্দীন, উপদেষ্টা ডাঃ রিপন কান্তি দাশ, উপদেষ্টা ডাঃ এন. এম. ইমতিয়াজ চৌধুরী, উপদেষ্টা ডাঃ স্মৃতিকণা মজুমদার, উপদেষ্টা ডাঃ মো. ওমর ফয়সাল, উপদেষ্টা ডাঃ তানজিমা নাসরিন উর্মি, উপদেষ্টা ডাঃ তাসনোভা হাসান, উপদেষ্টা ডাঃ আরাফাত হোসাইন, উপদেষ্টা ডাঃ তাহিয়্যা করিম রামিসা, উপদেষ্টা ডাঃ আমজাদ হোসেন বাবু, উপদেষ্টা ডাঃ উপমা ধর, উপদেষ্টা ডাঃ আরাফান জাহান জীম, উপদেষ্টা ডাঃ ফাহিমা ফাতেমা আইবী, উপদেষ্টা ডাঃ নিলয় দেবনাথ, কেন্দ্রীয় প্রতিনিধি ডাঃ মাজেদুল ইসলাম আরমান, সভাপতি মো. ইয়াসিন আরাফাত, সহসভাপতি শারমিন আকতার, সাধারণ সম্পাদক মো. মোহাইমিনুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক উম্মে হাবিবা, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সোলতানা, এক ঝাঁক সন্ধানীয়ানসহ চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীর একাংশ।
উক্ত অনুষ্ঠানে সর্বোচ্চ ১০০ বার রক্তদানের জন্য নাজমুল ইসলামকে সর্বোচ্চ রক্তদাতা সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে বার্ষিক রক্তদাতা সম্মাননা-২০২৪ এবং প্রচার সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন ঘোষণা করা হয়।
এরপর সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডাঃ মো. ওমর ফয়সাল এবং সহ-সাধারণ সম্পাদক উম্মে হাবিবার উপস্থাপনায় বিভিন্ন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করে চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।
রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানের বক্তব্যে অতিথিগণ রক্তদানের গুরুত্বারোপ করেন এবং রক্তদাতাদেরকে এই মহান কাজের অংশীদার হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সন্ধানী তার সূচনালগ্ন থেকেই স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচানোর পাশাপাশি ছাত্রসমাজ ও জনসাধারণকে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচীর মাধ্যমে রক্তদানে উদ্বুদ্ধ করে আসছে। এছাড়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন সমৃদ্ধ করার লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন কর্মশালা আয়োজন করে যাচ্ছে সন্ধানী। সন্ধানীর নিয়মিত কার্যক্রম গুলোকে সুন্দর ও সমৃদ্ধ করার জন্য ডা. নাঈমা আক্তার ব্লাড সাপোর্ট ফান্ড, একে খান ফাউন্ডেশন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রক্তরোগ বিভাগকে বিশেষ সন্মাননা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ মেরিন একাডেমি, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, পিএইচপি শীপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড সহ যেসব প্রতিষ্ঠান সন্ধানীর পথচলাকে সহজ করেছে তাদের সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও মরণোত্তর চক্ষুদাতা প্রয়াত রানু প্রভা বড়ুয়া, প্রয়াত অনিমা রানী বড়ুয়া, প্রয়াত ডাঃ অমর বিশ্বাস এবং প্রয়াত বোধি মিত্র বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রয়াত অনিমা রানী বড়ুয়ার ছেলে অসীম বড়ুয়া, প্রয়াত রানু প্রভা বড়ুয়ার ছেলে নির্মল কান্তি বড়ুয়া এবং বিনয় মিত্র ভিক্ষু সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলকে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারাবদ্ধ হওয়ার অনুরোধ জানান।
উক্ত অনুষ্ঠানে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের আজীবন সদস্য মরহুম ডাঃ জামাল আহমেদ এবং মরহুম ডাঃ মো. রিদউয়ানুর রহমানকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় মরহুম ডাঃ মো. রিদউয়ানুর রহমান এর সহধর্মিণী প্রফেসর ডাঃ রাশেদা সামাদ সন্ধানীকে ধন্যবাদ প্রদান করেন এবং সন্ধানীর সাফল্য কামনা করেন।
একজন রক্তদাতার অমূল্য রক্তদান বাঁচাতে পারে একটা জীবন, একটা পরিবারকে। এমন মহৎ কাজের যথাযথ পুরস্কার দেওয়ার ক্ষমতা হয়তো আমাদের নেই। তবে সন্ধানীর তরফ থেকে আমাদের সামান্য প্রচেষ্টা আপনাদের সম্মান প্রদর্শনের যাতে আপনাদের দেখে এগিয়ে আসবেন আরো অনেক মানুষ। আমরা চাই যেনো আগামীতে একটি প্রাণও ঝরে না পড়ে রক্তের অভাবে।