
চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে এবং অহিংস ভাবমর্যাদা রক্ষা করতে হবে বলে আহ্বান জানিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “আমরা চাটগাঁবাসী”। সাম্প্রদায়িক সম্প্রীতির এ পবিত্র ভূমিতে বিভেদ সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার জন্য সংগঠনটি সজাগ থাকার আহ্বান জানায়।
সংগঠনের এক বিবৃতিতে নেতারা বলেন, চট্টগ্রাম বরাবরই হিন্দু, মুসলিম, বৌদ্ধ এবং পাহাড়িদের মধ্যে আন্তরিক সহাবস্থানের এক অনন্য উদাহরণ। যুগের পর যুগ ধরে এখানকার মানুষ একে অপরের পাশে থেকে সম্প্রীতির মেলবন্ধন অটুট রেখেছে। নেতারা উল্লেখ করেন, সূর্য সেনের বিপ্লবী চট্টগ্রাম কখনোই সাম্প্রদায়িক সংকীর্ণতায় আক্রান্ত হয়নি। তাই “ইসকন” নামক জঙ্গি সংগঠনের উসকানিতে চট্টগ্রামের মানুষ কখনো বিভ্রান্ত হয়নি হবেওনা।
বিবৃতিতে নেতারা শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত বিচার এবং ইসকন সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি বিনষ্ট করতে চাওয়া যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সংগঠনের সহ-সভাপতি এডভোকেট এসইউএম নুরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল এবিএম ইমরান, প্রকৌশলী ফুয়াদুল খলিল আল ফাহমি, সাংবাদিক নাজিম উদ্দীন শ্যামল, এডভোকেট কানিজ কাউসার রিমা, এডভোকেট আবুল হাসান শাহাবুদ্দিন, এডভোকেট আব্দুল মালেক, ডা. সালেহ আহমদ সুলামান, সাংবাদিক কামরুল হুদা, এডভোকেট আবুল হাসেম নিজামী, আনোয়ার হোসাইন ডা. ফজলুল হক সিদ্দিকী, ডা. আব্দুর রাজ্জাক খান, আজাদ চৌধুরী, নাজমুল হক চৌধুরী, এডভোকেট আব্দুল আজীজ, রাশেদুল আজীজ, রাইসুর রহমান চৌধুরী সহ আরও অনেকে।
তারা কাজেম আলী মাস্টার, মনিরুজ্জামান ইসলামাবাদী, সূর্য সেন ও প্রীতিলতার মতো ব্যক্তিত্বদের সম্প্রীতির চট্টগ্রামের ঐতিহ্যের ধারক বলে উল্লেখ করেন। চট্টগ্রামের এই অনন্য ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নেতারা বলেন, “সম্প্রীতির চট্টগ্রাম আমাদের গর্ব, এটি নষ্ট হতে দেওয়া যাবে না।”