নুর টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক ও সম্পাদক দিদার

 

চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র আতুরার ডিপোর নুর টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে মোস্তাক-সরোয়ার-দিদার প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে।

সমিতির এই নির্বাচনে সভাপতি থেকে কার্যকরী সদস্য পর্যন্ত সব পদে এই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নেতৃত্বের নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছে, সভাপতি পদে ছাতা প্রতীকে মো. মোস্তাক আহমেদ শিপন ১৩০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী মো. কায়েস চৌধুরী ২৬ ভোট পান।

সহসভাপতি পদে আম প্রতীকে মোহাম্মদ সরোয়ার ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী মো. পারভেজ কলম প্রতীকে ৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে কাঁঠাল প্রতীকে মো. দিদারুল আলম ১১৮ ভোটে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল প্রতীকে মো. জাহিদুল আলম পেয়েছেন ৩৮ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীকে মো. শওকত হোসেন ১০৩ ভোট পান এবং আনারস প্রতীকে মো. সাইফুল ইসলাম ৫৪ ভোট পান।

সাংগঠনিক সম্পাদক পদে ঘুড়ি প্রতীকে আবদুল্লাহ আল মামুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে টেবিল প্রতীকে মো. আরিফুর রহমান ১০৭ ভোট পেয়ে জয়ী হন, যেখানে হাতি প্রতীকের মো. শফিউল আলম ৫০ ভোট পান।

অর্থ সম্পাদক হিসেবে টিউবওয়েল প্রতীকে মো. ফরহাদ হোসেন ৯৪ ভোটে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী তালা-চাবি প্রতীকে মো. ইরফান উল আলম পেয়েছেন ৬২ ভোট।

বাকি নির্বাচিত সদস্যদের মধ্যে দপ্তর সম্পাদক পদে রিকশা প্রতীকে শহিদুল ইসলাম (রাসেল) ১২৪ ভোট পান।

প্রচার সম্পাদক পদে কবুতর প্রতীকে মোহাম্মদ মহসিন (শাহীন) ১১৩ ভোটে জয়ী হন।

ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে ফুটবল প্রতীকে মো. রুবেল ১২০ ভোট পান।

কার্যকরী সদস্য পদে মোবাইল ফোন প্রতীকে লিয়াকত আলী রিয়াদ ১০৮ ভোটে এবং হাতপাখা প্রতীকে মো. আনোয়ার হোসেন ১১০ ভোট পেয়ে নির্বাচিত হন।

৫ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শাহ এরফানুল হক, অর্পণ দাশ গুপ্ত এবং পাঁচলাইশ থানা সমবায় অফিসার মো. শফিউল আলম। নির্বাচনের পর বিজয়ীরা লিখিত সনদ গ্রহণ করেন।

মন্তব্য করুন