বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করা হয়েছে: চসিক মেয়র

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতে কর্ণফুলী এরিয়া প্রেগ্রাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, ডব্লিউএসইউপি, উপকূল, সিডিসি, সবুজের যাত্রা ও কর্ণফুলী কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গঠনে ‘নগর কথা ঃ প্রেক্ষিত চট্টগ্রাম’ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও’র সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার খ্রীষ্টফার কুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এভাইরনমেন্টাল ষ্টাডিস বিভাগের অধ্যাপক ড. অলক পাল। সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আলী সিকদার, উপকুল উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী লিটন, সবুুজের যাত্রা উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী সায়েরা বেগম, কর্ণফুলী কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জোসনা বেগম, সিডিসি সংস্থার প্রধান নির্বাহী লুৎফুন্নেসা রূপসা, ডব্লিউএসইউপি’র প্রোগ্রাম লিডার মোঃ খোরশেদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মুছা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার দোনন রোজারিও, শারমিন আক্তার প্রমুখ।

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য একটি করে খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে। আমরা সকলেই আন্তরিক হলে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব।

সংলাপে অন্যান্য বক্তারা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে নিজ নিজ অবস্থান থেকে নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যোকের দায়িত্ব। আমরা যদি আমাদের চারপাশের পরিবেশ পরিস্কার রাখি তাহলে পুরো শহর নয় বরং পুরো দেশকে পরিচ্ছন্ন রাখা আমাদের পক্ষে অসম্ভব কিছু নয়। প্রকৃত পক্ষে নগরীতে যত সমস্যা রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ সমস্যা হচ্ছে অপরিচ্ছন্ন নগরী এবং যার সৃষ্টি হয় আমাদের অসচেতনতা থেকে।

এছাড়াও নগরীর যানজট, রাস্তায় ধুলাবালি, বিশুদ্ধ পানির সমস্যা এসব তো আছেই। যত্রতত্র ময়লা ফেলার কারণে ভয়াবহভাবে বেড়ে গেছে মশার উপদ্রপ ও ডেঙ্গুর প্রাদুর্ভাব। বর্তমান সময়ে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। এসব সমস্যা মোকাবেলা করার এখনই সময়।

মন্তব্য করুন