কোতোয়ালী থানা অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের কমিটি গঠিত

নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের কোতোয়ালী থানার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

মোহাম্মদ নিজাম উদ্দীনকে সভাপতি এবং সাফায়েত হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম আঞ্চলিক কমিটি।

সংগঠনকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন করা হয়েছে।

এই কমিটি চালক ও শ্রমিকদের সাংগঠনিক কার্যক্রম, শ্রমিকদের সার্বিক কল্যাণ ও অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করবে। ফেডারেশনের গঠনতন্ত্র ও শ্রম আইনের বিধি বিধান মোতাবেক সংগঠনের সকল নিয়ম কানুন মেনে শ্রমিকদের স্বার্থ রক্ষার্থে কমিটি কার্যাদি পরিচালনা করবেন।

অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ ইউছুপ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী এই কমিটি অনুমোদন করেছেন।

কমিটিতে শওকত উসমানকে কার্যকরী সভাপতি ও মোহাম্মদ জাহেদ সহ সভাপতি, মোহাম্মদ মোশাররফ সহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ আজিজ যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ জিসান সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ সুমন অর্থ সম্পাদক, মাঈনুদ্দীন দপ্তর সম্পাদক, আবু সাইয়েদ আইন সম্পাদক, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মনিরকে প্রচার সম্পাদক সহ নয়জনকে সদস্য করা হয়।

মন্তব্য করুন