ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পাড়া—প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়—স্বজন কেউই দাওয়াতের বাইরে থাকবে না। যতই বাঁধা আসুক আমাদের ইকামাতে দ্বীনের কাজ চালিয়ে যেতে হবে। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে। জনকল্যাণমূলক কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তাহলেই আমাদের দাওয়াত কার্যকর হবে।

শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড দক্ষিণের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড সভাপতি হাফেজ ফিরোজ সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহিবুল হাসান সাকিবের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানা জামায়াতের আমীর আহমদ খালেদুল আনোয়ার, থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, ১৬ নম্বর ওয়ার্ড এমারতের আমীর শহিদুল্লাহ, সেক্রেটারি এরশাদুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম ও খালেদ জামাল, জামায়াত নেতা মাওলানা আহমদ হোসাইন প্রমুখ। এতে দারসুল কুরআন পেশ করেন চট্টগ্রাম কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু তৈয়ব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন আরও বলেন, দাওয়াতী কাজ সহজ কাজ নয়। দাওয়াত হল যুদ্ধ ক্ষেত্র। এখানে যে যত বেশি কৌশলী হবেন, তিনি তত সফলকাম হবেন। রাষ্ট্র, সমাজ,পরিবার এবং নিজের নফস এর পক্ষ থেকে দাওয়াতী কাজে বাধা আসবে। জীবন, স্বাস্থ্য ও সম্পদ ইত্যাদি ক্ষতিগ্রস্ত হবেন। কখনো কখনো অপ্রাপ্তি কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া অধৈর্যের কারণ হতে পারে। সুতরাং আগামী দিনে ইসলামী আন্দোলনকে ত্বরান্বিত করতে হলে মানুষের মেজাজ বুঝে দাওয়াতী কাজ করতে হবে এবং বুদ্ধিভিত্তিক ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার বলেন, তৃণমূল সংগঠন যত মজবুত হবে ওই শাখাও তত শক্তিশালী হবে। তাই তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে প্রত্যেক কর্মীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ছোট অর্জনের মাধ্যমেই বড় অর্জন সম্ভব। তাই কোনো কাজকে ছোট মনে করার যেমন কারণ নেই, একইভাবে নিজেদেরকেও ছোট মনে করার সুযোগ নেই।

বিশেষ অতিথির বক্তব্যে চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণমানুষের কল্যাণই জামায়াতের রাজনীতির আদর্শ ও মূলমন্ত্র। তাই জামায়াতের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করুন