
নিউজগার্ডেন ডেস্ক: বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এর চট্টগ্রাম জেলার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ ১৪ ডিসেম্বর আড়াইটায় চট্টগ্রাম নগরীর কালামিয়া বাজার সিলভার প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিএমজিটিএ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চল’র উপ পরিচালক এম ফরিদুল আলম হোসাইনী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি’র মহাসচিব ফিরোজ আলম।
বিশেষ অতিথিবৃন্দ কে এম শামীম, আব্দুস সাকুর, হামিদুর রহমান, রেজাউল হক মন্ডল, ড. মাও: আব্দুল মোতালেব, অধ্যাপক মোঃ ওসমান গণি, অধ্যাপক নজরুল ইসলাম, মোহাম্মদ নাজেম উদ্দীন, মোহাম্মদ মোখতারুজ্জামান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময়ে নেতৃবৃন্দ শিক্ষকদের শূন্য পদে বদলি, পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি, সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু, সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয়।