চাঁন্দগাও থানা নির্মাণ শ্রমিক দলের সংবর্ধনা

নিউজগার্ডেন ডেস্ক: জাতীয়তাবাদী বৃহত্তর চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক দলের উদ্যোগে সাধারণ সভা ও চাঁন্দগাও থানা নির্মাণ শ্রমিক দলের সংবর্ধনা অনুষ্ঠান কাজীর ঢেউরী নাসিমন ভবন দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এম নাজিম উদ্দিন, সভাপতি, চট্টগ্রাম বিভাগ শ্রমিকদল।

বৃহত্তর চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং বৃহত্তর চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিকদলের সাধারণ সম্পাদ মোঃ শেখ ফরিদ এর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন মোঃ আবু তালেব, মোঃ হানিক, হাসান রেজা মানিক, মোঃ সেলিম, মোঃ জাবেদ, রাজিব, মোঃ ফোরকান, মেহেদি হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী চাঁন্দগাও থানা নির্মাণ শ্রমিকদলের পরিচিত সভায় নবগঠিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।

জাতীয়তাবাদী বৃহত্তর চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক দলের উদ্যােগে সাধারণ সভায় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য নির্মাণ শ্রমিকদলের বিকল্প নেই। শ্রমিকেরা তাদের যেকোন ন্যায্য আন্দোলন করলে আমরা শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা করব।

নির্মাণ শ্রমিকরা উন্নয়নের কারিগর, দেশ নির্মাণের ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শ্রমিকদের ভূমিকা তাৎপর্য বহন করে। জাতীয়তাবাদী শ্রমিক দল নির্মাণ শ্রমিকদের দাবি আদায় করে অধিকার প্রতিষ্ঠার স্বার্থে যা যা করার দরকার আমরা তা করতে প্রস্তুত। তার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চয় করতে হবে।

শ্রমিকদের দাবি আদায়ের জন্য শহীদ জিয়াউর রহমান শ্রমিক দল প্রতিষ্ঠা করে একটি সুযোগ সৃষ্টি করেছেন।

আমরা শ্রমিকদের যেকোনো দাবির প্রতি একমত পোষণ করছি এবং দাবি আদায়ের জন্য আপনাদের পাশে অতীতে ছিলাম আগামীতেও থাকবো।

মন্তব্য করুন