
অর্গানাইজেশন ফর ওমেন্স ডেভলাপমেন্ট ইন বাংলাদেশ-ওডেব নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে।
বর্তমানে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় দাতা সংস্থা দিয়াকোনিয়া ও ডাব্লিউ ডাব্লিউ ডিপি-জিসি এর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে ‘নারী অধিকার, সমতা, ন্যায় বিচার ও ক্ষমতায়নে সামাজিক উদ্যোগ’ বিষয়ক প্রকল্প।
বছরব্যাপী বিবিধ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ওমেন্স সেন্টার, জেন্ডার গ্রুপ, কিশোর-কিশোরী সেন্টার, নেটওয়ার্কিং গ্রুপ ও সিবিও এর সদস্যদের সাথে উঠান বৈঠক, মতবিনিময়, ওরিয়েন্টেশন, প্রশিক্ষক প্রশিক্ষণ, প্রশিক্ষণ, ফুটবল প্রতিযোগিতা, বাই সাইকেল প্রশিক্ষণ, আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ, চিত্রাংকন প্রশিক্ষণ ও নারীর জন্য আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে নারী অধিকার বাস্তবায়নে প্রস্তুত একটি দক্ষতা সম্পন্ন নারী বান্ধব সামাজিক উদ্যোগ।
প্রকল্পের নারী অধিকার বাস্তবায়নকারী টিম ও উপকারভোগী সদস্যদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও বার্ষিক আনন্দ ভ্রমণ ওডেব’র প্রধান নির্বাহী অধ্যাপক কবি শ্যামলী মজুমদারের নির্দেশনায় বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতে গত ১৭ ডিসেম্বর ২০২৪ (মঙ্গলবার) সম্পন্ন হয়।
দিবসের শুরুতে সকাল ১০টায় পিকনিক ও একচেঞ্জ ভিজিট শুরু হয় চট্টগ্রামের অন্যতম পর্যটন সৌন্দর্যের লীলাভূমি আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমঃ ঘোড়ায় চড়া, বিচ স্কুটার চালানো, স্পীড বোটে সাগরে ভ্রমণ, ছবি তোলা, জাতীয় খেলা হাডুডু, খেলা, ছবি তোলা ও বীচ চাকতি খেলায় অংশগ্রহণের মাধ্যমে।
পারকি বীচ থেকে সরাসরি চট্টগ্রামের বিখ্যাত ও অভিজাত রেস্তোঁরা কাচ্চি ডাইন এ দুপুরের খাবার সম্পন্ন হয়।
পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়ানো শেষে পার্শ্ববর্তী সুবিশাল গানার্স ট্রেনিং স্পেস বিনোদন কেন্দ্রে উন্মুক্ত মাঠে এক্সপেরিয়েন্স একচেঞ্জ বিভিন্ন ব্যানার ফেস্টুন প্রদর্শন ও মত বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
ওডেব’র জেনারেল সদস্য মুহাম্মদ ফয়েজুল আবেদীন এর উপস্থাপনায় শুরু হয় এক্সপেরিয়েন্স শেয়ারিং মিটিং।
এতে অংশগ্রহণ করেন মিনু চৌধুরী, শ্রাবস্তী জুঁই, পপি আকতার, জাহানারা বেগম, সজল দে. মোঃ আলাউদ্দীন, মাহামুদুল হক, শিবু সেন গুপ্ত, অনুপমা সাহা, হাসিনা বেগম, মিনতি বৈরাগী হা চিনু মার্মা, নুরবানু বেগম নেপালী দাশ মাহীয়া আখতার মাহী প্রমুখ।
সভা শেষে ওডেব’র কালচারাল ফেসেলিটেটর লাবণ্য শীল সানি’র পরিচালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ‘ছন্দে ছন্দে দুলি আনন্দে’।