
নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় সাংস্কৃতিক মঞ্চ চট্টগ্রাম আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান নগরীর চেরাগি পাহাড় লুসাই ভবনস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গীতিকার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংস্কৃতিক মঞ্চের কেন্দ্রীয় সভাপতি কবি ও গীতিকার মাহমুদুল হাসান নিজামী।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সংগীত পরিচালক ও গীতিকার, সুরকার দীলিপ ভারতী, বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক কিরন শর্মা, সংগীত পরিচালক সংগীত শিল্পী সুকুমার দে, মানবাধিকার কর্মী ফিরোজ চৌধুরী, বেতার ও টিভি শিল্পী চন্দনা চক্রবর্তী, মৌ চৌধুরী, এস .কে মানিক, সাংস্কৃতিক কর্মী কামাল উদ্দীন, মো. নজরুল ইসলাম, দীপক বিশ^াস, রাকিবুল হাসান, সংগীত শিল্পী রনজন মালাকার প্রমুখ।
এ সময় শিল্পীরা দেশত্ববোধক বিভিন্ন জনপ্রিয় গানগুলো পরিবেশন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সাংস্কৃতিক মঞ্চের কেন্দ্রীয় সভাপতি কবি ও গীতিকার মাহমুদুল হাসান নিজামী বলেন, দেশ স্বাধীন হওয়ার পেছনে কবি সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবীদের অবদান রয়েছে। জুলাই বিপ্লবেও সংস্কৃতিক কর্মীদের অবদান রয়েছে। দেশের সংকটকালিন সময়ে সংস্কৃতিক কর্মীরা গানে গানে প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করে থাকেন।