শীতার্তদের সহায়তায় এগিয়ে আসুন: মেয়র ডা. শাহাদাত

নিউজগার্ডেন ডেস্ক: শীতার্ত দরিদ্র জনগণের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার চট্টগ্রাম মহানগর তরুণ দলের সাবেক সভাপতি মরহুম শওকতুল ইসলাম বিটুর স্মরণ সভা উপলক্ষে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রতি বছর তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান এবং অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে সমাজের বিত্তবান শ্রেণির উদ্যোগ শীতার্তদের বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শীতবস্ত্র বিতরণের মতো কার্যক্রম দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই উদ্যোগ সমাজের সবার মধ্যে মানবিকতা জাগ্রত করে এবং দরিদ্র মানুষের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে।

মানবিক সমাজ গঠন সম্পর্কে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের ভিত্তিতেই একটি সত্যিকারের মানবিক সমাজ গড়ে ওঠে। সমাজের বিত্তবানদের শীতার্ত, দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে শুধু শীতার্তদের কষ্ট লাঘব হবে না, বরং সমাজে সমতার ভিত্তি শক্তিশালী হবে।”

তিনি আরও বলেন, “মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং সহানুভূতিই মানবিক সমাজ গঠনের মূল চাবিকাঠি। সকলে একসঙ্গে কাজ করলে একটি সুখী ও সমৃদ্ধশালী সমাজ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানটি আব্দুল মজিদ রায়হানের সভাপতিত্বে প্রশান্ত কুমার পান্ডের পরিচালনায় হাজারী লেইনস্থ শিব মন্দির মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিন জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক হারুন জামান, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আহম্মেদ আলম চৌধুরী রাসেল, কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ আবদুল করিম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, খোরশেদ আলম, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপি নেতা কলিম উদ্দিন, আজগর আলী, আবদুল মান্নান, জাকির হোসেন, আলাউদ্দিন আলী, সৈয়দ আবদুল বশর, খন্দকার নুরুল ইসলাম, ইউসুফ সিকদার, আবু মহসিন প্রমুখ।

মন্তব্য করুন