ববি হাজ্জাজ আসছেন চট্টগ্রামে

নিউজগার্ডেন ডেস্ক: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আসছেন চট্টগ্রামে আগামী ২৮ ডিসেম্বর (শনিবার)। তিনি প্রথম বিমান বন্দরে অবতরণ করবেন বেলা ১ টায়। লাভ লেইস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) হলে ৩ টায় কর্মী সভায় ভাষণ দেবেন। এ সভায় জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

এই কর্মী সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন। কর্মী সভায় সকলকে উপস্থিত থাকার জন্য এনডিএম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনসংযোগ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ এমরান চৌধুরী অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য করুন