
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও ৯০ এর স্বৈরাচারী বিরোধী আন্দোলনের আলোচিত ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক জননেতা মরহুম মোহাম্মদ আলী’র ৭ম মৃত্যুবার্ষিকী স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হেেয়ছে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ছাত্রদলের পক্ষ হতে হাসপাতালের মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ড্যাব এর বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা.রকিবুল হাসান তান্না, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সাজ্জাদ চৌধুরী ইভান, গিয়াস উদ্দিন মামুন ও উক্ত মেডিকেলের শিহ্মার্থী আকিব জামাল, অভি ভৌমিক, তানজিন-উল হক, কামরুল আহসান, মঈনুল ইসলাম, মোহাম্মদ রিদুওয়ান, শোভন, জিদান, জিসান, মোহাম্মদ মারুফ, নাজমুল সহ অন্যান্য শিহ্মার্থীবৃন্দ।
উক্ত মোনাজাতে সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মরহুম মোহাম্মদ আলী’র আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং মরহুমের পরিবারের সদস্যদের সুস্থতার জন্য দোয়া করা হয়।
এছাড়া মা ও শিশু হাসপাতালকে যারা শ্রম মেধা ও অর্থ দিয়ে একটি মানবিক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হিসেবে দেশ ও জনগণের সেবার কল্যাণে রূপান্তরিত করেছেন তাদের জন্যও দোয়া করা হয়।