একটি মিডিয়ায় মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানিয়ে ভূক্তভোগীর সংবাদ সম্মেলন

নিউজগার্ডেন ডেস্ক: একটি মিডিয়ায় মিথ্যা, বানোয়াট, কু-উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করে সামাজিকভাবে মানহানি করার প্রতিবাদে চট্টগ্রাম মহিলা দল নেত্রী প্রতিবাদ জানিয়ে আজ ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব’র এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছে। ভূক্তভোগী চট্টগ্রাম মহিলা দলের সিনিয়র সহসভাপতি সখিনা বেগম।

তিনি জানান, একটি অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা ও মনগড়া সংবাদ প্রচার করে আমার মানহানির চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি মহল। আমার ও আমার পরিবারের সদস্যদের চরিত্র হরণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এমনকি আমার সন্তান রাজুরও মানহানি করার চেষ্টা করছে। এছাড়া আমার পরিবারকে নিয়ে আজেবাজে কথা লিখে আমার সামাজিক সম্মানহানি করেছে। এই সংঘবদ্ধ চক্রটি অসৎ উদ্দেশ্য সাধনের জন্য বর্তমান পরিস্থিতি কাজে লাগিয়ে আমার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে যাচ্ছে। তার বিরুদ্ধে আমি আকবর শাহ থানায় মামলা করেছি।

তিনি আরো বলেন, আমার পরিবারকে নিয়ে আজেবাজে কথা লিখে সামাজিক সম্মানহানি করেছে। নিরীহ মানুষদের হয়রানি করে ফায়দা লুটার এই প্রয়াস অত্যন্ত ঘৃণিত। সংবাদমাধ্যম হচ্ছে জাতির বিবেক। সঠিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করলে জাতির সামনে আসল তথ্য বেরিয়ে আসবে।
আমি কোন অন্যায় এবং দুর্নীতি করেনি এবং কারো সাথে লেনদেন করেনি। ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে আমি আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম। আমার জনপ্রিয়তা কমানোর জন্য ও সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। চব্বিশ বয়স থেকে রাজনীতি করছি। কেউ আমার বিরুদ্ধে কোন ধরনের অন্যায়ের রিপোর্ট পায়নি।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সংবাদের স্বাধীনতা দিয়েছে। এই ধরনের ভূঁইফোঁড় সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানাই। এই সংঘবদ্ধ চক্রটি অসৎ উদ্দেশ্য সাধনের জন্য বর্তমান পরিস্থিতি কাজে লাগিয়ে আমার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ছলনার মাধ্যমে মিথ্যা সংবাদ চালিয়ে যাচ্ছে। আমি অতীতেও কাউন্সিলর প্রার্থী ছিলাম ভবিষ্যতে কাউন্সিলর প্রার্থী হয়ে এলাকার উন্নয়ন কাজে ব্রতী হবো। তাই আমার জনপ্রিয়তায় ইশ^ান্বিত হয়ে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালাচ্ছে একটি মহল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিজানুর রহমান রাজু, ইয়াসমিন আকতার সুমি, রীনা মফিজ, নাসিমা আকতার নাসিমা।

মন্তব্য করুন